নিজস্ব প্রতিবেদকঃ সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার বাকি আছে ঘন্টা দুয়েক। তবে এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লাগোয়া, গ্রাউন্ড-২’এ হাজির নাজমুল হোসেন শান্ত। তার সাথে হাজির তাওহীদ হৃদয় এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। চার জনের উদ্দেশ্যই এক ও অভিন্ন।
সবাই নেটে ব্যাটিং অনুশীলন করতে এসেছেন। আর্ম থ্রোয়ার দিয়ে নিজেদেরকে শেষ মূহুর্তে ঝালিয়ে নিচ্ছেন। ম্যাচে যেন সেটা কাজে লাগে। আর তাদের দেখভাল করছেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান পাননি অধিনায়ক শান্ত। ২২ বল খেলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেছেন। সবশেষ বিপিএলেও ছিলেন ফ্লপ। ১৪ গড় ও ৯৩ স্ট্রাইক রেটে মাত্র ১৭৫ রান করেছেন। শান্ত নিজেকে যেন হারিয়ে খুঁজছেন। হুট করে ফর্ম হারিয়ে ফেলা শান্তকে খুঁজছে বাংলাদেশ দলও।
নিজেকে ফিরে পেতেই শান্ত এবার অনুশীলনে। মানসিক ও কৌশলগত দিক নিয়ে হেম্প কাজ করেছেন শান্তকে নিয়ে। ব্যাটিং স্টান্সে শান্ত’র সমস্যা নিয়ে কাজ করতে দেখা গেছে হেম্পকে। শান্ত নিজের সমস্যা থেকে বের হতে পারার পর তাকে বাহবা দিয়েছেন কোচও। হৃদয়কে নিয়েও টুকটাক কাজ করেছেন হেম্প। দুজনকে নিয়ে ম্যাচের আগে এই কাজ, কতটুকু ভালো হয় সেটাই দেখার অপেক্ষা।
অনুশীলনে আসা ক্রিকেটারদের মধ্যে শান্ত ও হৃদয়ের একাদশে থাকা নিশ্চিত। তবে নিশ্চিত নন বিজয়। লিটন দাসকে বাদ দেওয়া বা চোট ছাড়া বিজয়কে একাদশে নেওয়ার সম্ভবনাও কম। অপরিদকে তাইজুল ইসলামকে একাদশে নিলে, বাদ দিতে হবে রিশাদ হোসেনকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post