স্পোর্টস ডেস্কঃ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন দে হেয়া। ওল্ড ট্র্যাফোর্ডে ১২ বছরের অধ্যায়ের ইতি টানলেন এই স্প্যানিশ গোলরক্ষক। আজ ইনস্টাগ্রামে বিদায়ী বার্তা দিয়ে ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্ক অবসানের খবর নিশ্চিত করেছেন তিনি।
দে হেয়া ২০১১ সালে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ইউনাইটেডে যোগ দেন। নতুন ক্লাবের হয়ে দ্বিতীয় মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হন তিনি। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সেটিই শেষ শিরোপা। তবে এরপর ইউনাইটেডের হয়ে লিগ কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগ জিতেছেন স্প্যানিশ এই ফুটবলার।
ইনস্টাগ্রামে ইউনাইটেড–ভক্তদের উদ্দেশে বিদায়ী বার্তায় দে হেয়া লিখেছেন, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই৷ প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি৷ নতুন চ্যালেঞ্জ গ্রহণের, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post