স্পোর্টস ডেস্কঃ পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ডার্বি জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে তারা হারিয়েছে ২-১ গোলে। চার মিনিটের ব্যবধানে দুই গোল করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে এরিক টেন হাগের শিষ্যরা। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সিটি। শীর্ষে আছে আর্সেনাল।
ওল্ড ট্রাফোর্ডে ৫৭তম মিনিটে বদলি নামার পরপরই জালের দেখা পান জ্যাক গ্রিলিশ। রিয়াদ মাহরেজ বক্সে খুঁজে নেন ডি ব্রুইনেকে। ডান দিক থেকে বেলজিয়ান এই মিডফিল্ডারের ক্রসে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন গ্রিলিশ।
লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সিটি। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৭৮ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করলে সমতায় ফেরে ইউনাইটেড। এর দুই মিনিট পর গার্নাচোর এসিস্টে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড। এ নিয়ে টানা সাত ম্যাচে গোলের দেখা পেলেন রাশফোর্ড।
১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। সমান ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া সিটি ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
Discussion about this post