স্পোর্টস ডেস্কঃ আর্লিং হালান্ডের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ডার্বিতে ম্যানচেস্টার সিটির জয়োল্লাস। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে রোববার রাতে দুটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখেছেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ফিল ফোডেনের গোলে অ্যাসিস্ট করেছেন। তাতে ৩-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।
শুরু থেকে ইউনাইটেডকে চাপে রাখা ম্যান সিটির এগিয়ে যায় ২৬ মিনিটে। বক্সের ভেতর রাসমুস হয়লান্দ রদ্রিকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। স্পট কিকে সিটিকে লিড এনে দেন হালান্ড। বিরতির আগে ব্যবধান আরও বাড়াতে পারতেন তিনি। কিন্তু নরওয়েজীয় স্ট্রাইকারের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।
বিরতির পর অবশ্য ব্যবধান বাড়ানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হালান্ডকে। ওনানার বাঁচিয়ে দেওয়া প্রচেষ্টারই যেন পুনরাবৃত্তি করেন এই স্ট্রাইকার। বাঁ দিকের বাইলাইন থেকে বের্নার্দো সিলভা ক্রস বাড়ান ডান দিকের পোস্টে আর জোরাল হেডে লক্ষ্যভেদ করেন হালান্ড। গত মৌসুমের রেকর্ড স্কোরার হালান্ড এবারও গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। লিগে ১০ ম্যাচে তার গোল হলো ১১টি।
এরপর ৮০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন। এই গোলটি ফোডেনকে বানিয়ে দেন হালান্ডই। রদ্রির বক্সের বাইরে থেকে নেওয়া শট ওনানা ঝাঁপিয়ে ফেরানোর পর আলগা বল পেয়ে যান তিনি। তবে দুরূহ কোণ থেকে নিজে শট না নিয়ে পাস বাড়ান গোলমুখে। ওখানে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে নিচু শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন ফোডেন।
এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার ৩ নম্বরে থাকছে সিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। আর ৮ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১০ ম্যাচে ১৫। শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post