স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হল্যান্ডের হ্যাটট্রিকের রাতে উড়ে গেছে উলভারহ্যাম্পটন। প্রথমার্ধেই সিটির তারকা হ্যাটট্রিক পূর্ণ করেছেন। মৌসুমে এটি তার তৃতীয় হ্যাটট্রিক।
উলভারহ্যাম্পটন সিটির বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ৫-১ গোলের বড় জয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে সিটি। ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনা। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট এখন ৮২।
ইত্তিহাদ স্টেডিয়াম এ দিন যেনো হল্যান্ডের গোল শো দেখেছে। চার গোলের দু’টি গোল করেছেন পেনাল্টি থেকেই। উলভারহ্যাম্পটন সিটির একের পর এক আক্রমণে যেনো দিশেহারা হয়ে পড়ে।
ম্যাচের ১২তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় সিটি। আর্লিং হল্যান্ড গোল করতে ভুল করেননি। শুরুতেই ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে ৩৫তম মিনিটে আরো এগিয়ে দেন। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে লিড নেয় সিটি।
উলভারহ্যাম্পটন শুরুতেই দুই গোল হজম করে ছন্নছাড়া হয়ে পড়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তাই প্রতিপক্ষকে দেয় আরেকটি পেনাল্টি। ম্যাচে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন হল্যান্ড। বিরতির আগেই ৩-০ ব্যবধানে লিড নেয় সিটি। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় উলভারহ্যাম্পটনকে।
বিরতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উলভারহ্যাম্পটন। ব্যবধানও কমায় দলটি। ৫৩তম মিনিটে হি চান হাওয়ের গোলে ম্যাচের স্কোর লাইন ৩-১ করে দলটি। তবে গোল পাওয়ার আনন্দ বেশি সময় ধরে রাখতে পারেনি উলভারহ্যাম্পটন। এক মিনিট পরেই গোলের হালি পূর্ণ করেন হল্যান্ড। ৫৪তম মিনিটেই সিটি এগিয়ে যায় ৪-১ গোলে।
ম্যাচের শেষ দিকে জুলিয়ান আলভারেজ উলভারহ্যাম্পটনের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। ৮৫তম মিনিটে তার গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় সিটির।
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post