স্পোর্টস ডেস্কঃ কমিউনিটি শিল্ডে নাটকীয় এক ফাইনালে দুইবার পিছিয়ে পড়েও শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচে ৭-৬ ব্যবধানে পেনাল্টিতে জয় নিশ্চিত করে সিটিজেনরা। ওয়েম্বলি স্টেডিয়ামে আজ ফাইনাল ম্যাচের ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচো ইউনাইটেডকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষদিকে বের্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে সিটি।
২০১৯ সালের পর কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো সিটি। এরপর টানা তিনবার হারের তেতো স্বাদ পায় তারা; ২০২১ সালে লেস্টার সিটি, ২০২২ সালে লিভারপুল ও গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে। এবার অপেক্ষার অবসান ঘটাল পেপ গার্দিওলার দল। টাইব্রেকারে বের্নার্দো সিলভা প্রথম শটে গোল করতে ব্যর্থ হলেও কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড, সাভিনিও, এদেরসন, মাথেউস নুনেস, রুবেন দিয়াজ ও মানুয়েল আকানজি জাল খুঁজে নেন। আটটি করে শটের এই টাইব্রেকারে ইউনাইটেডের জেডন সাঞ্চোর শট রুখে দেন সিটি গোলকিপার এদেরসন। আর জনি ইভান্সের শট চলে যায় বারপোস্টের ওপর দিয়ে।