স্পোর্টস ডেস্কঃ রেকর্ড রান তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে ২ উইকেটে জিতেছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ২২৩ রানের পাহাড়সম পুঁজি পায় স্বাগতিক কলকাতা। দলটির ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন সেঞ্চুরি হাঁকান ওপেনিংয়ে নেমে। জবাব দিতে নেমে জস বাটলারের বীরোচিত ইনিংসে ভর করে দারুণ এক জয় পায় রাজস্থান।
আইপিএলের ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতেনি আরও কোনো দল। ২০২০ সালে এই কলকাতারই ২২৩ রান তাড়া করতে নেমে রাজস্থান জিতেছিল ৪ উইকেটে, মঙ্গলবার নিজেদের সেই রেকর্ডই স্পর্শ করল সঞ্জু সামসনের দল। তাতে বাটলারের অবিশ্বাস্য ইনিংসে ম্লান হয়ে গেছে কলকাতার হয়ে নারিনের দারুণ এক সেঞ্চুরি। ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রান করেন নারিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০৪তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কলকাতার এই অলরাউন্ডার।
জবাব দিতে নেমে ঝড়ো শুরু করেন রাজস্হানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারেই ১১ রান তোলেন তারা। পরের ওভারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। মাত্র ৯ বলে তিনি করেন ১৯ রান। ব্যক্তিগত দুই রানে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক সামসন। ৮ বলে ১২ রান করেন তিনি। পাওয়ার প্লেতে ৭৬ রান তোলে রাজস্থান। রিয়ান পরাগ ১৪ বলে চারটি চার ও দুই ছক্কায় করেন ৩৪ রান। ফলে ১০০ রানে চার উইকেটের দলে পরিণত হয় রাজস্থান।
চেষ্টা করলেও বড় হয়নি অশ্বিনের ইনিংস। দলীয় ১২১ রানে বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারতে গিয়ে ৮ রানে আউট হন তিনি। পরের বলেই গোল্ডেন ডাক হয়ে ফেরেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার শিমরন হেটমায়ার। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়া দেখলেও এগিয়ে যেতে থাকেন বাটলার। মাত্র ৩৬ বলে পেয়ে যান নিজের ফিফটি। ১৩ বলে তিনটি ছয় ও এক চারে ২৬ রান করেন রভম্যান পাওয়েল। শেষ তিন ওভারে ৪৬ রানের প্রয়োজন ছিল রাজস্থানের। বাটলারকে স্ট্রাইকে রাখতে রানআউটে কাটা পড়েন ট্রেন্ট বোল্ট। মিচেল স্টার্কের ওভারে ১৮ রান তোলার পর হর্ষিত রানার ওভারে ১৯ রান তোলেন বাটলার। শেষ ওভারে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৬০ বলে নয়টি চার ও ছয় ছক্কায় ১০৭ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post