স্পোর্টস ডেস্ক:: শত চেষ্টা করেও আল হিলাল মেসির মন ভরাতে পারেনি। তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই পাড়ি জমান। তাই বলে বসে থাকেনি আল আল হিলালের কর্মকর্তারা। তাদের নজর এখন মেসির ক্লাব সতীর্থ নেইমারের দিকে। পিএসজির এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চাইছে সৌদীর ক্লাবটি।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক সৌদীর ফুটবলে যাচ্ছেন, আল হিলালের সঙ্গে তার কথাবার্তা অনেকটাই চূড়ান্ত ছিলো। তবে শেষ মূহুর্তে তিনি পিঁছুটান দেন। বেছে নেন মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিকে। বিশ্বকাপ জয়ী তারকাকে না পেয়ে হতাশ আল হিলালের কর্মকর্তারা এরপরই নজর দেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের দিকেই।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টস খবর দিয়েছে, আল হিলাল এবার নেইমারকে দলে ভেড়াতে চায়। মেসিকে না পেয়ে এবার তার ক্লাব সতীর্থকে নিয়ে আলোচনায় আসতে চাইছে প্রো লিগের ক্লাবটি। চোটে থাকা পিএসজির এই ফরোয়ার্ড অবশ্য বেশি দাম পাবেন না।
মেসিকে যেখানে ৫০ কোটি ইউরো দিতে রাজি হয়েছিলো হিলাল, সেখানে তারা নেইমারকে ২০ কোটি ইউরো দিয়ে দলে নিতে চাইছে। সেটার কারণও আছে। ক্লাব ফুটবলে চোটে জর্জরিত ব্রাজিলিয়ান তারকা। নিয়মিত ম্যাচই খেলতে পারছেন না। দর কমে যাওয়ার এটাও একটা বড় কারণ।
তবে নেইমারকে পেতে হলে ট্রান্সফার ফ্রি দিতে হবে আল হিলালকে। কারণ ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পিএসজির চুক্তি যে ২০২৫ সাল পর্যন্ত। ট্রান্সফার ফি হিসেবে ৪ কোটি ৫০ লাখ ইউরো দিতে প্রস্তুুত আছে সৌদীর ক্লাবটি।
আরব দেশটির ফুটবল আলোচনায় থাকছেই। ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে আল নাসর বড় তারকাদের উপর চোখ ফেলেছিলো। করিম বেনজেমাকে নিয়ে সেটা অব্যাহত রেখেছে আল ইতিহাদও। এবার যদি আল হিলাল নেইমারকে দিতে পারে তবে ইউরোপের ফুটবল হয়ে পড়বে অনেকটা তারকাহীন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post