নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে সিরিজ হারাল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগাররা জিতেছে ৬ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১১৬ রান করে আফগানরা। বৃষ্টি আইনে ১১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় স্বাগতিকরা। মাঝে উইকেট হারিয়ে শঙ্কা জাগলেও শেষদিকে দলকে সিরিজ জেতান অধিনায়ক সাকিব।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ‘আপনি ফেভারিট যাকে ইচ্ছে দেন। আমরা ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।’ সিরিজ শেষে সাকিবের কথার প্রতিফলন দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। রোববার রাতে সিরিজ জেতা সাকিবের কণ্ঠে শোনা গেছে স্বস্তির বাণী। যা চেয়েছেন, তা করতে পারার আনন্দ মনে ধরা দিয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারের।
আফগানদের হোয়াইটওয়াশ করে সাকিব বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে। যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এরকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনের দিকে আরও প্রেরণা জোগাবে ভালো ফলাফলের জন্য।’
সাকিব আরও বলেন, ‘এই ধারাবাহিকতাটা অবশ্যই স্বস্তির। আমরা যে জিনিসটা চেষ্টা করছি, তা কাজে দিচ্ছে। খেলোয়াড় যারা আছে, তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে। যা চাইছি, তা করতে পারলে তো ভালো লাগে। সেটাই হচ্ছে। কন্ডিশন অনুযায়ী যেভাবে আমরা এখনও পর্যন্ত যেভাবে যাচ্ছি, আমার মনে হয় খুব ভালো হচ্ছে। তবে ভিন্ন কন্ডিশনে নানা চ্যালেঞ্জ আসবে এবং সেগুলোর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post