স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার হাতে দলের দায়িত্ব দিয়েছে দেশটি। যদিও ল’র কাজ শুরু হয়ে যাবে বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ দিয়ে।
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই সিরিজে দলের দায়িত্ব নেবেন ল। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে তার কোচিংয়ে যুব বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। পরে জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছিলেন তিনি। তার নাম বিবেচনায়ও ছিল বেশ ভালোভাবেই। শেষ পর্যন্ত যদিও দায়িত্বটি পাননি তিনি।
ল এর আগে বাংলাদেশে ২০১১ সালে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ছিলেন ২০১২ পর্যন্ত। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত। এর বাইরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবে তার অধীনেই এসেছিল যুব এশিয়া কাপের শিরোপা।
যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে ল বলেছেন, ‘এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ, এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।’ এদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকি বলেছেন, ‘স্টুয়ার্ট প্রসিদ্ধ একজন কোচ। তাঁর যোগ দেওয়া দলকে সামর্থ্যের পুরোটা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post