স্পোর্টস ডেস্কঃ চলতি মাসের ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন ম্যাচগুলোতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এল সালভাদর ও কোস্টা রিকা। এই দুই আসন্ন প্রীতি ম্যাচের জন্য শুক্রবার আর্জেন্টিনা তাদের দল ঘোষণা করেছে।
আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চার দিন পর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেস কলোসিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবেন লিওনেল মেসি-আনহেল ডি মারিয়ারা। শুক্রবার ঘোষিত দলে একাধিক তরুণ ফুটবলারকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
ফরোয়ার্ডদের মধ্যে ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ আছেন। ডাক পেয়েছেন পাওলো দিবালাও। তরুণদের মধ্যে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে ও ফাকুন্ডো বুওনানোটের নাম ২৬ জনের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্জেন্টিনার স্কোয়াডঃ
গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিটেজ ও এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণ: জার্মান পেজেল্লা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিক্ মার্কোস সেনেসি, নাহুয়েল মোলিনা ও ভ্যালেন্টিন বার্কো
মধ্য মাঠ: ইজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস গনজালেজ ও ফ্যাকুন্ডো বুওনানোত্তে
আক্রমণভাগ: আলেজান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কার্বোনি, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post