স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। আর ৩২ দলকে নিয়ে সেই ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। ২০২৫ সালে প্রথমবারের মতো বড় পরিসরের আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপ। আর সেই প্রথম আসরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করা শুক্রবার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করে স্বাগতিক দেশের নাম।
এর ফলে যুক্তরাষ্ট্রের ফুটবলে পরপর টানা তিন বছর বড় আসর বসবে। আগে থেকেই নির্ধারিত ছিল ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে দেশটি। এরপর ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সাথে বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক হিসেবে থাকবে। এবার ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্বও পেল দেশটি।
গেল মার্চেই ফিফা জানিয়েছিল ২০২৫ সাল থেকে চার বছর পরপর অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপকে বৈশ্বিক রূপ দিতে ও টুর্নামেন্টের আবেদন আরও বাড়াতে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বর্তমানে যে নামমাত্র ৭ দলের ক্লাব বিশ্বকাপ হয়, সেতা এই বছরের পর থেকেই উঠে যাবে।
প্রথমবারের মতো হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। যার ফলে ইউরোপ থেকে ইতিমধ্যেই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে। কেননা এই দলগুলোই সবশেষ তিন চ্যাম্পিয়ন্স লিগ আসরের শিরোপা ঘরে তুলেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post