স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দারুণ ছন্দে ব্রাজিল দল। গত রাতে তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। আর্জেন্টিনার স্টাডিও লা প্লাটায় ফেবারিট হিসেবে শুরু করে ব্রাজিল। আর শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে বড় জয় তুলে নেয় তারা।
বুধবার রাতের ম্যাচে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে মার্কোস লিওনার্দো পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। ৩১ মিনিটে ২-০ গোলে এগিয়ে দেন আন্দ্রে সান্তোস। জোড়া গোলে পিছিয়ে পড়ে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। কিন্তু কাজের কাজ করতে পারছিল দলটি।
বিরতির আগে অবশ্য বড় ধাক্কা খায় ব্রাজিল। তিউনিসিয়ান এক ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট রেনান। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা। যদিও ১০ জন নিয়ে খেলে দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দেয় লাতিন আমেরিকার জায়ান্টরা।
ম্যাচের ৯১ মিনিটে মার্টিন ডি সিলভা সান্তোস ব্রাজিলকে ৩-০ গোলে এগিয়ে নেন। এরপর ১০০ মিনিটে ব্যবধান ৪-০ করেন আন্দ্রে সান্তোস। ১১৩ মিনিটে গিয়ে সান্তনার গোল পায় তিউনিসিয়া। ম্যাচের শেষ গোল করলেও পুরো খেলায় ৫৫ শতাংশ বল পজিশনে রেখে এগিয়ে ছিল তারা। প্রতিপক্ষের গোলে ২৪টি শট নিয়েও একটির বেশি গোল পায় তিউনিসিয়ানরা। অন্যদিকে ব্রাজিল রেখেছিল ৪৫ শতাংশ বল পজিশন। তারা প্রতিপক্ষের গোলে শট নিয়েছিল ১১টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post