স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে ও ইতালি। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ইসরায়েলকে হারিয়েছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। আরেক সেমিতে এশিয়ার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি।
আর্জেন্টিনার লা প্লাটায় সেমিফাইনাল ম্যাচে ইসরাইলকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্ডারসন দুয়ার্তে। ৬১তম মিনিটে ডেডলক ভাঙেন তিনি। মাততুরোর নেয়া দূরপাল্লার শট বারে লেগে ফেরত এলে ফিরতি শটে জালে বল জড়ান দুয়ার্তে।
ম্যাচে ফেরার একটি সুযোগ অবশ্য পেয়েছিল ইসরাইল। তবে ৮৫তম মিনিটে সেই সহজ সুযোগ হাতছাড়া করেন ওমের সিনিয়র। হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে তারা ব্রাজিলকে হারিয়েছিল। এবার তাদের যাত্রা থামল শেষ চারে এসে। এদিকে ইতালির বিপক্ষে ২-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া।
বুয়েন্স অ্যাইরসের দিয়েগো আরমান্দো ম্যারাদোনা স্টেডিয়ামে চেসারে ক্যাসেদি গোল করে এগিয়ে দেন ইতালিকে। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ দেয় কোরিয়া। লি সিউং উন পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের শেষদিকে সিমন পাফোন্দির গোলে আবার এগিয়ে যায় আরুজ্জিরা। আর শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
১২ জুন ফাইনালে মুখোমুখি হবে ইতালি ও উরুগুয়ে। আর্জেন্টিনার লা প্লাটায় হবে ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post