নিজস্ব প্রতিবেদকঃ আজ আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার আসনের সর্ববৃহৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। ক্যালেন্ডারের হিসেবে বিশ বছর পর আবার এই দু’দল ফাইনাল খেলতে নামছে। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল তারা। রিকি পন্টিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সেবার ৩৫৯ রান করে আগে ব্যাট করা অজিরা। জবাবে ২৩৪ রানে থেমে যায় ভারত। অস্ট্রেলিয়া জেতে তাদের তৃতীয় শিরোপা।
এবারের বিশ্বকাপে রীতিমতো অপ্রতিরোধ্য ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রা শুরু করা স্বাগতিকরা টানা দশ ম্যাচ জিতে উঠেছে ফাইনালে। প্রথম ম্যাচ সফল রান তাড়ার পর বাকি পাঁচ ম্যাচ তারা জিতেছে আগে ব্যাট করে। প্রথম পর্বের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানে উড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মার দল। পরে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা নিউজিল্যান্ডকে হারায় ৭০ রানে।
এদিকে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প লিখে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তারা ভারতের কাছে হেরেছে ৭ উইকেটে। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানের পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিল তারা। এরপর আর পেছন ফিরে তাকায়নি প্যাট কামিন্সের দল। লিগ পর্বে বাকি সাত ম্যাচের সবকটি জিতে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করে তারা। রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে অষ্টমবারের মতো ফাইনালে ওঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
Discussion about this post