স্পোর্টস ডেস্ক:: চেন্নাই টেস্ট চলাকালে সাকিবের ব্যাটিংয়ের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযেগা মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ব্যাটিংয়ের সময় সাকিব কালো রাবার কামড়ে ধরে আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকেরা সাকিবের ব্যাটিংয়ের ভিডিও থেকে স্কিনশট নিয়ে শেয়ার করতে থাকেন। অনেকেই মজা করে লিখেন, ফর্মে ফিরতে কালো জাদু করে ব্যাটিং করছেন সাকিব। তবে কী কারণে সাকিব ব্যাটিংয়ের সময় কালো রাবার কামড়ে ধরছেন?
জানা গেছে, মূলত ব্যাটিংয়ে সহায়তার জন্যই সাকিব এমনটা করছেন। সিবির মেডিকেল বিভাগ থেকেই মাথার অবস্থান ঠিক আছে কি না, তা বুঝতে সাকিবকে এই রবারের স্ট্র্যাপ ব্যবহার করতে বলা হয়। এরপর থেকে সাকিব নিয়মিতই এটা ব্যবহার করছেন।
গত বছর থেকেই সাকিবের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। চোখে ঠিকমতো দেখতে পারছেন না। এনিয়ে ভারত ও লন্ডনে চোখের চিকিৎসা করিয়েছেন সাকিব। চোখের সমস্যার কারণে ব্যার্টিংয়ের সময় মাথার পজিশনও তিনি টিক রাখতে পারছেন না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০