নিজস্ব প্রতিবেদকঃ চোটের কারণে আসন্ন এশিয়া কাপে খেলতে পারছেন না তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে বাঁহাতি এই ব্যাটারের। এদিকে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে না পাওয়া দলকে ভোগাবে নিশ্চয়ই। অধিনায়ক সাকিব আল হাসানও খানিকটা সূর মেলালেন এমন প্রশ্নে!
শনিবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু। তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে এবং তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।’
এদিকে এশিয়া কাপের বাংলাদেশ দলে তামিমের বদলি হিসেবে এসেছেন আরেক তানজিদ হাসান তামিম। সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি। জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তাকে নিয়ে বেশ আশাবাদী সাকিব, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post