নিজস্ব প্রতিবেদকঃ আরও একবার তীরে এসে তরী ডুবলো বাংলাদেশ দলের। শেষ মূহুর্তের গোল হজমে ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোলে হারল লাল-সবুজের প্রতিনিধিরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ম্যাচ জুড়ে দুই দলের দারুণ ফুটবলীয় লড়াই, শেষ দিকে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হওয়া, গোল আসা, সব মিলিয়ে রোমাঞ্চ আর উত্তেজনাকর ম্যাচই ছিল। তবে দিন শেষে হারের তালিকায় বাংলাদেশের নাম।
এই ম্যাচ ড্র করলেও, ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ে আই গ্রুপে নিজেদের গ্রুপে যৌথভাবে তিনে থাকতে পারত বাংলাদেশ। তবে রক্ষণের শেষ মূহুর্তের ভুলে কপাল পুড়লো হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। এক গোলের হার দিয়ে সুযোগ হাতছাড়া স্বাগতিকদের।
ঘরের মাঠে আগের ম্যাচের একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমে ফিলিস্তিনের বিপক্ষে শুরু থেকেই লড়াই করছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক সহজ সুযোগও তৈরি করে জামালরা। তবে ফিনিশিংয়ে ব্যর্থতার কারণে গোল আদায় সম্ভব হয়নি। বিপরীতে ফিলিস্তিনও সুযোগ তৈরি করে। তবে সেগুলো খুব একটা সহজ ছিল না। বাংলাদেশের রক্ষণভাগের ভালো পারফরম্যান্সের কারণে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও দুই দল ভালো লড়াই করছিল। তবে আগের থেকে পূর্ণ শক্তি দিয়ে চাপ প্রয়োগ করে ফিলিস্তিন। একেবারে সহজ কিছু সুযোগ তৈরিও করে। তবে দলটির ফরোয়ার্ডদের লক্ষ্যভ্রষ্ট শট আর বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার অসাধারণ কিছু সেইভে জাল অক্ষত রাখতে পারে স্বাগতিকরা। ৮৩তম মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিতুল মারমাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন মেহেদী হাসান শ্রাবণ।
নির্ধারিত ৯০ মিনিটে হয়নি কোনো গোল। এরপর যোগ করা ৮ মিনিটের সময় নাটকীয়তার শুরু। যোগ করা সময়ের একেবারে শুরুতেই টানা দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফিলিস্তিনের আহমেদ মাহাজনেহকে। দশ জনের দলে পরিণত হওয়ার অল্প সময় পরই গোলের দেখা পায় ফিলিস্তিন। বাংলাদেশের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে মিচেল তেরমানিনি অনেকটা ফাঁকা অবস্থানে থেকে জালে জড়ান বল। আর এতেই স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের।
প্রথম লেগে কিছু দিন আগে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। সেখান ঘুরে দাঁড়ানোর দারুণ এক মঞ্চও তৈরি হয়েছিল কিংস অ্যারেনায়। তবে অধরাই থেকে গেল সেটি। এই নিয়ে টানা সাত ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে হারল বাংলাদেশ। আর বসুন্ধরা কিংস অ্যারেনায় টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর পঞ্চম ম্যাচে এসে হারের তিক্ত স্বাদ পেল স্বাগতিকরা।
Discussion about this post