স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরোর মূল পর্ব এখনও নিশ্চিত নয় নেদারল্যান্ডস। বাছাইপর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল ডাচরা। তবে গ্রিসকে শেষ মূহুর্তে হারিয়ে আশা জিইয়ে রাখল তারা। গত রাতে গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। গোলটি এসেছে ম্যাচের যোগ করা সময়ে। পেনাল্টি থেকে গোল করেন ডিফেন্ডার ভার্জিল ফক ডিক।
বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে ফ্রান্স। অন্যদিকে নেদারল্যান্ডস ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এখনো তাদের দুটো ম্যাচ বাকি রয়েছে। আর এ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুবল দল আয়ারল্যান্ড ও জিব্রাল্টার। গ্রুপের অন্য দল গ্রিসেরও পয়েন্ট ১২। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে। তাছাড়া শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
আপাতত নেদারল্যান্ডস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। এদিকে গত রাতে বসনিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। গত ম্যাচের মতো আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল ব্রুনো ফার্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের। আগেই ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করা পর্তুগাল বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post