নিজস্ব প্রতিবেদকঃ চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং করতে কিছুটা হলেও অস্বস্তি হয় তাঁর। সিলেট পর্বের শেষ ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ব্যাটিংয়ে কেন সমস্যা হচ্ছে খুঁজছেন তিনি নিজেও।
শনিবার স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বড় জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে তা সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post