স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটের মর্যাদার ফরম্যাট টেস্টের দুই যুগের পথচলায় বাংলাদেশ খুব বড় একটা সাফল্য পায়নি। যতটা উন্নতির প্রত্যাশা ছিলো, টিক ততটা হয়নি। ১৪৩টি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা জিততে পেরেছে মাত্র ২০টি ম্যাচে। ১৮ ড্র’য়ের সঙ্গে আছে ১০৫টি হারের তিক্ত অভিজ্ঞতা।
তবে একটা দিক দিয়ে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে। টেস্ট খেলুড়ে প্রায় সবগুলো দলের বিপক্ষেই জয়ের স্বাদ পেয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সবাই আছেন। সবশেষ রাওয়াল পিন্ডি টেস্টে সেই তালিকায় যোগ হয়েছে পাকিস্তান।
এখন কেবল বাকী আছে দু’টি দেশ। প্রতিবেশি রাষ্ট্র ভারতের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায়নি টাইগাররা। এখনো জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। সাদা পোশাকে বাঘেদের শিকার থেকে বাকী আছে কেবল এই দু’টি দেশই।
টেস্টে ২০ জয়ের মধ্যে সবচেয়ে বেশি জয় জিম্বাবুয়ের বিপক্ষে ৮টি। ২০০৫ সালের জুনে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ইতিহাসে প্রথম জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেই জয়ের চার বছর পর ২০০৯ সালে ক্যারিবীয় সফরে টেস্টে দ্বিতীয় জয়ের দেখা পায় বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০