স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারও পয়েন্ট টেবিলের তিনে উঠল বার্সেলোনা। গত রাতে তারা হারিয়েছে আলাভেসকে। প্রতিপক্ষের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে কাতালানরা। এই জয়ের ফলে আবারও তিন নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।
গত ম্যাচেই বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান তরুণ ভিক্টর রকি। এই ফরোয়ার্ড দ্যুতি ছড়ালেন আলাভেসের বিপক্ষেও। প্রতিভার ঝলকে মুগ্ধ করার পর তিক্ত অভিজ্ঞতাও হয়েছে তার। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এই উঠতি তারকাকে। তাতে তার দলের অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি খুব একটা।
এদিকে রকির লাল কার্ড নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বার্সেলোনা কোচ। ম্যাচ শেষে জাভি বলেন, ‘রকির লাল কার্ডের বিরুদ্ধে আপিল করব আমরা। এটা স্পষ্ট যে সিদ্ধান্তটি ভুল ছিল। আরও একবার আমাদের সঙ্গে এরকম হলো। আজকে লেভা গোল করেছে এবং দারুণ খেলেছে। রকিও খুব ভালো খেলেছে, গোল এনে দিয়েছে। তাকে বাইরে পাঠিয়ে দেওয়াটা ছিল অন্যায্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post