স্পোর্টস ডেস্ক:: ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম নেই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর। নেইমার জুনিয়র ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন, তার সতীর্থ সেরা পাঁচে থাকার যোগ্য।
এবার রদ্রিগো নিজে তার হতাশার কথা জানিয়েছেন। অভিযোগ করেছেন এটা তার প্রাপ্য ছিলো। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ক্লাবটি থেকে মনোনীত ব্যক্তিদের তালিকায় জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৭ জন। অথচ রিয়ালকে ৩টি শিরোপা জেতানো রদ্রিগোর নাম নেই।
রদ্রিগো ২০২৩–২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেছেন ১৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৯টি। এমন পারফরম্যান্স করেও মনোনীত হননি তিনি ৩০ জনের দলে।
রদ্রিগো ইএসপিএনকে তিনি হতাশা নিয়ে বলেছেন, ‘আমার মন খারাপ হয়েছিল। আমি মনে করি, এটা আমার প্রাপ্য ছিল। ৩০ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না। কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর ব্যাপার ছিল…কিন্তু এটা নিয়ে আমার তেমন কিছু করার নেই, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০