স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ বাছাইয়ের টানা চার ম্যাচে জিততে পারেনি ব্রাজিল। অবশেষে রদ্রিগোর গোলে জয়ে ফিরেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
বিশ্বকাপ বাছাইয়ে টানা জয়হীন, সবশেষ কোপা আমেরিকায় কোয়ার্টারফাইনাল থেকে বিদায়, ব্রাজিল যেনো বিধ্বস্ত এক দল। অস্বস্তিতে থাকা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদর স্বস্তির জয় এনে দিয়েছে তরুণ তারকা রদ্রিগো। ইকুয়েডরের বিপক্ষে জয় টানা জয়হীন থাকার খরা কাটালো।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিল নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো দলটি। আক্রমণও করেছে একাধিক। ইকুয়েডর খুব একটা সুবিধা করতে পারেনি। দু’একটি আক্রমণ করলেও ব্রাজিলের জালের দেখা পায়নি দলটি।
রদ্রিগো বেশ কয়েকবার আক্রমণ করলেও ইকুয়েডরের গোলবার পর্যন্ত পৌঁছাতে পারেননি। অবশেষে ম্যাচের টিক আধঘন্টার মাথায় সাফল্যের দেখা পান তিনি। ৩০তম মিনিটে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিংশয়ে খুঁজে নেন ইকুয়েডরের জাল। বিরতির আগেই রদিগ্রোর গোলে ১-০তে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির পর ইকুয়েডর গোল করতে না পারেনি। ঘুরে দাঁড়ানো হয়নি দলটি। তবে ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে জাল রেখেছে অক্ষত। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০