নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটে জিতেছে তারা। বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে আবু হায়দার রনি ও নাসুম আহমেদের বোলিং তোপে মাত্র ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। জবাব দিতে নেমে মাত্র ৩৮ বল ব্যাটিং করে ম্যাচ জিতে নেয় মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদি হাসান মিরাজদের মোহামেডান।
টস জিতে ব্যাটিং নিয়ে গাজী টায়ার্স দ্বিতীয় ওভারে আশিকুর রহমানকে হারায়। দলটিকে প্রথম ধাক্কা দেন রনি। একই ওভারে ইফতেখার হোসেনকে ফেরান ২৮ বছর বয়সী পেসার।পরের ওভারেও তিনি নেন ২ উইকেট। এরপর আরেকটি নিয়ে স্রেফ ৩ রানে ক্যারিয়ারের তৃতীয় ৫ উইকেট পূর্ণ করেন রনি। দেশের ‘লিস্ট এ’ ক্রিকেটে তাঁর আজকের বোলিং বিশ্লেষণ (৭/২০) তৃতীয় সেরা। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। দেশের ‘লিস্ট এ’ ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটি এখনো ইয়াসিন আরাফাতের।
অন্য প্রান্তে নাসুম ৩ উইকেট নেন। গাজী টায়ার্সের ইফতেখার সাজ্জাদ ১১ বলে ১৬ রানের ইনিংসে দলকে ৪০ পর্যন্ত নিয়ে যান। ছোট লক্ষ্য তাড়ায় ৬.২ ওভারে ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি বল (২৬২) বাকি থাকতে জয়ের রেকর্ড। ২০০২ সালে চট্টগ্রামের বিপক্ষে ২৬১ বল বাকি থাকতে জেতে সিলেট। ১২ বলে ১২ রান করে রনি তালুকদার বোল্ড হওয়ায় ১০ উইকেটের জয় পায়নি মোহামেডান। ২১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। ম্যাচ সেরা রনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post