স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। গত রাতে আলমেরিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে কাতালানরা। অধিনায়ক সার্জিও রবার্তোর জোড়া গোলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল জাভি হার্নান্দেজের দল। বুধবার রাতে ন্যু আলমেরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সা। দলের হয়ে অন্য গোলটি করেছেন রাফিনহা। আলমেরিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন লিও বাপতিস্তাও ও এডগার গঞ্জালেজ।
ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। দাপট দেখিয়ে ৩৩ মিনিটে লিডও নিয়ে নেয় তারা। রোনাল্ড আরাউহোর হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, আলগা বল সহজেই খুব কাছ থেকে জালে পাঠান রাফিনহা। ৪১ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সমতা ফেরায় আলমেরিয়া। অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাপতিস্তাও।
৬০তম মিনিটে রাফিনহার কর্নার থেকে দারুণ এক হেডে ফের বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্তো। ১১ মিনিট পর আবারও স্বাগতিকদের স্তব্ধ করে দেয় আলমেরিয়া। ডান প্রান্ত থেকে আরিবাসের নেওয়া ফ্রি কিক থেকে ডি-বক্সে সৃষ্ট জটলায় লাফিয়ে বল হাতে নিতে গিয়ে মিস করেন বার্সা গোলরক্ষক ইনাকি পেনা। আলগা বল পেয়ে লক্ষ্যভেদ করেন গঞ্জালেজ।
৮৩তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। আবারও গোল করেন ডিফেন্ডার রবার্তো। লেভানডফস্কির ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান এই স্প্যানিশ তারকা। আর শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে জাভির দল। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠল বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর টেবিলের শীর্ষে থাকা জিরোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post