নিজস্ব প্রতিবেদকঃ বিপিএল অভিষেক হলো ব্রিটিশ বাংলাদেশী নাগরকি রবিন দাসের। সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে পথচলা শুরু হলো ঢাকা ডমিনেটরসের এই ব্যাটারের। সুনামগঞ্জের ছাতকের এই তরুণ ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভুত। ইংল্যান্ডে জন্ম, বেড়ে উঠা। খেলছেন ইংলিশদের দেশেই।
গত জুনে ইংল্যান্ড টেস্ট দলের হয়ে ফিল্ডিংয়ে নেমেই আলোচনায় এসেছিলেন রবিন। কাউন্টি দল এসেক্সের হয়ে খেলেন তিনি। তার আদি বাড়ী সুনামগঞ্জে। তবে পরিবার নিয়ে ইংল্যান্ডেই থাকেন রবিনরা। চলতি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন এই ডানহাতি ক্রিকেটার। তবে নিলাম থেকে তাকে কিনেনি কেউ। কয়েক ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করলেও শেষ পর্যন্ত ঢাকা দলে নেয় তাকে। প্লেয়ার্স ড্রাফটে রবিন ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে।
রবিন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সোমবার তার বিপিএল অভিষেকে হয়ে গেল। যদিও অভিষেকে রানের দেখা পান নি তিনি। ইমাদ ওয়াসিমের বলে শূন্য রানেই আউট হয়েছেন তিনি। বোল্ড হয়ে ফিরেছেন রবিন।
মূলত আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিতি ২০ পেরুনো রবিনের। সম্প্রতি রয়্যাল লন্ডন কাপে দেখিয়েছেন ঝলক। ডানহাতি টপ অর্ডার ব্যাটার নিয়মিত অনুসরণ করেন বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে তার ভালো লাগে লিটন দাসের ব্যাটিং। এবার বিপিএলে লিটনের সঙ্গেও আলাপ করতে অপেক্ষায় রবিন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রবিন বলেছেন, ‘আমার প্রিয় ক্রিকেটার লিটন দাস। সে গত বছর সব সংস্করণে ভীষণ সফল ছিল। আমার মনে হয় সে অবিশ্বাস্য খেলোয়াড়। তার খেলা দেখতে খুব ভালো লাগে। এখনো তাকে দেখিনি। দেখা যাক কোন সময় দেখা হলে কথা বলতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post