স্পোর্টস ডেস্ক:: রশিদ খান-নূর আহমদদের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫৫ রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো গুজরাট টাইটান্স। সমান পয়েন্ট নিয়ে নীট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে চেন্নাই সুপার কিংস।
আগে ব্যাট করা গুজরাট টাইটান্স ২০৭ তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স রশিদদের বোলিং তোপে পড়ে মাত্র ১৫২ রান তুলতে পেরেছে।
আগে ব্যাট করতে নামা গুজরাট তিন ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০৭ রান তুলেছে। ওপেনার শুবমান গিল হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৬৪’র বেশি স্ট্রাইক রেটে ৩৪ বলে করেছেন ৫৬ রান। সাত চারের সঙ্গে ছিলো একটি ছক্কার মার। ২০৯’র বেশি স্ট্রাইক রেইটে ৪৬ রান করেছেন ডেভিড মিলার। ২২ বলের ইনিংস সাজিয়েছেন দুই চার ও ছক্কায়।
তিনটি করে চার ও ছক্কায় মাত্র ২১ বলে ৪২ রান করেছেন মানোহর। ৪০০ স্ট্রাইক রেটে মাত্র ৫ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রাহুল তেওয়াত্তি। তাতেই গুজরাট লায়ন্স ৬ উইকেটে ২০৭ রান তুলে ফেলে।
মুম্বাইয়ের হয়ে পিযুষ চাওলা ২টি উইকেট লাভ করেছেন।
২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স রশিদ খান-নুর আহমদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৫২ রান তুলতে সমর্থ হয়। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন নিহাল। ২১ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন ক্যামেরন গ্রিন। ২৩ রান করেছেন সূর্যকুমার যাদব। ১৮ রান এসেছে পিযুষ চাওলার ব্যাট থেকে।
গুজরাট টাইটান্সের হয়ে নুর আহমদ ৩টি, রশিদ খান ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post