স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন না ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কৌশলের অংশ হিসেবে তাকে বিশ্রামে পাঠিয়েছে ভারত। যে কারণে রাঁচিতে বল হাতে দেখা যাবে না ৩০ বছর বয়সী এই পেসারকে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে উইকেট শিকার করেছেন বুমরাহ। ১৩.৬৪ গড়ে রান খরচা করে উইকেট নিয়েছেন মোট ১৭টি। এদিকে বুমরাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। তবে ক্রিকবাজ বলছে, একমাত্র বুমরাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারেই আলোচনা হয়েছে।
এর আগে বিশাখাপট্টনমে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মদ সিরাজকে। রাঁচিতে বুমরার জায়গায় কাউকে দলে ডাকার তেমন কোনো সম্ভাবনা নেই। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে দল থেকে ছুটি দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে, রাঁচিতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। চোটের কারণে রাজকোটে খেলতে পারেননি লোকেশ রাহুল। সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। ব্যক্তিগত কারণে খেলছেন না সাবেক অধিনায়ক বিরাট কোহলিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post