স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মাঙ্গুনাই টেস্টে দুইশ ছাড়ানো জুটিতে নিয়ন্ত্রণ নিয়েছে নিউজিল্যান্ড। রোববার আগে ব্যাট করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারালেও দারুণ জুটি গড়েন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। তাতে প্রথমদিনের খেলা শেষে স্কোর বোর্ডে ২ উইকেটে ২৫৮ রান করেছে কিউইরা। স্বাগতিকদের এই দুই ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়ে আছেন অপরাজিত।
তৃতীয় উইকেটে ৪১৯ বলে অবিচ্ছিন্ন ২১৯ রানের জুটি গড়ে দিনটি নিউজিল্যান্ডের করে দিয়েছেন রাচিন-উইলিয়ামসন। এর আগে টস জিতে আগে বোলিং করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের প্রথম উইকেট এনে দিয়েছেন টিসেপো মোরেকি। নিজের অভিষেক টেস্টের শুরুটা তার হয়েছে স্বপ্নের মতোই। অভিষেকে নিজের প্রথম বলেই ফিরিয়েছেন ডেভন কনওয়েকে। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন কিউই এই ওপেনার। ২৪তম বোলার হিসেবে অভিষেকে প্রথম বলেই উইকেট নেয়ার কীর্তি গড়লেন মোরেকি।
এরপর উইকেটে থিতু হওয়া টম লাথামকে ফিরিয়েছেন ডেন প্যাটারসন। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে আড়াআড়ি খেলতে গিয়ে ২০ রানে ফিরেছেন লাথাম। তাতে ৩৯ রানেই নিজেদের প্রথম দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপরের গল্প শুধু উইলিয়ামসন আর রাচিনের। উইলিয়ামসন শতরানে পা রাখেন ২৪১ বলে। পরের ওভারেই রাচিন তিন অঙ্ক স্পর্শ করে ১৮৯ বলে। প্রথম দিন শেষে উইলিয়ামসন ১১২ এবং রাচিন অপরাজিত আছেন ১১৮ রানে। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোরেকি এবং প্যাটারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post