স্পোর্টস ডেস্ক:: আইপিএলের ফ্র্যাঞ্চইজিগুলো নিজেদের প্লেয়ার সব সময়ই বাড়তি সুযোগ-সুবিধা দিয়ে থাকে। ভারতকে হোয়াইটওয়াশ করা সফরকালে নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র নিজ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস থেকে পেয়ে ছিলেন বিশেষ সুবিধা। চেন্নাই কর্তৃপক্ষ তাদের এই ক্রিকেটারকে একাডেমিতে অনুশীলনের বাড়তি সুযোগ করে দিয়ে ছিলো।
জাতীয় দলের ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের একজন ক্রিকেটারকে এমন বাড়তি সুবিধা দেওয়ায় চেন্নাই সুপার কিংসের সমালোচনা হচ্ছে। আর এই সিরিজে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন রবীন্দ্রই। ভারতকে হোয়াইটওয়াশে বড় অবদান রেখেছে তার ব্যাট। আছে একটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি। ফলে সমালোচনাও হচ্ছে বেশ।
শুধু চেন্নাই সুপার কিংস নয়, আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট চলাকালে নিজেদের বিদেশী ক্রিকেটারদের নিয়ে মেতে উঠে। ভারতে খেলা হলে দেয় বিভিন্ন সুযোগ-সুবিধা। এবার চেন্নাই সুপার কিংস বেশি সমালোচনায় পড়েছে এই সিরিজ রাচিন রবীন্দ্র বেশ সফল হওয়াতে।
ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা চেন্নাই সুপার কিংসের সমালোচনা করেছেন। জানিয়েছেন, জাতীয় দলের বেলায় এটার একটা সীমা থাকা উচিত। সিরিজে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন রবীন্দ্র ৫১.২০ গড়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান করেন। সিরিজ শেষে উথাপ্পার কাছে মনে হয়েছে রবীন্দ্রই ফলে পার্থক্য গড়ে দিয়েছেন, আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস তাঁকে নিজেদের একাডেমিতে অনুশীলনের বিশেষ সুবিধা দেওায়।
চেন্নাই সুপার কিংসের সমালোচনা করে রবিন উথাপ্পা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘রাচিন রবীন্দ্র এখানে এসে সিএসকের একাডেমিতে অনুশীলন করেছে। সিএসকে দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি, তারা সব সময়ই খুব ভালোভাবে নিজেদের খেলোয়াড়দের দেখভাল করে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ের আগে যেখানে আপনার দেশ, সেখানে একটা সীমারেখা থাকাই উচিত। বিশেষ করে সেই খেলোয়াড়টি যদি বিদেশি হয় এবং এখানে এসে আপনার দেশের বিপক্ষে খেলে।’
নিউজিল্যান্ডের তরুণ তারকার প্রশংসা করে রবিন উথাপ্পা আরো বলেন, ‘আমি নিশ্চিত করেই সিএসকে–কে ভালোবাসি। কিন্তু প্রশ্নটা যখন দেশের, একটা সীমা থাকা উচিত, যেটা আপনি অতিক্রম করবেন না।’ এই সিরিজে রাচিন রবীন্দ্রর পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন উথাপ্পা, ‘ওই প্রস্তুতির ওপর ভিত্তি করে রাচিন রবীন্দ্র দারুণ ব্যাটিং করেছে। (ভারতে) বিদেশি খেলোয়াড়দের খেলা অন্যতম সেরা ইনিংস খেলেছে। (বেঙ্গালুরুর) ওই ধরনের উইকেটে ১৫৭ বলে ১৩৪ রান, এটা ছিল নিখুঁত ব্যাটিং। এরপর সে দেখিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ সে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০