স্পোর্টস ডেস্ক:: ভারতের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবার রাজনীতিতে যোগ দিলেন। সবশেষ হওয়ার টি-২০ বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দেন জাদেজা। এবার তার রাজনীতিতে যোগ দেওয়ার খবর দিলেন স্ত্রী বিজেপির এমএলএ রাভাবা জাদেজা।
রবীন্দ্র জাদেজার স্ত্রী রাভাবা জাদেজা বহু আগ থেকেই রাজনীতি করছেন। ক্ষমতাসীন মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র এমএলএ তিনি। এবার তার স্বামীও যোগ দিলেন এই দলে। রাভাবা বর্তমানে গুজরাটের জামনগরের এমএলএ।
সামাজিক যোগাযোগ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে রাভাবা স্বামীর রাজনীতিতে যোগ দেওয়ার তথ্য জানান। এক্সে রাভাবা একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আাছেন এই দম্পতি।
রাভাবা বলেন, ‘যদি আমরা আমাদের পরিবার থেকে শুরু করি, তারপর মানুষের কাছে যাই এবং তাদের কাছে আবেদন করি, তারা নিশ্চিয়ই বুঝবেন। তাই আমি তার তালিকাভুক্তির ব্যবস্থা করেছি। যখন আমরা জামনগর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করি, তখন আমি গর্বের সাথে বলতে পারি যে আমার পরিবার বিজেপির সঙ্গে যুক্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০