নিজস্ব প্রতিবেদকঃ খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে দুর্বার রাজশাহী। শুক্রবার সিলেটে আগে ব্যাট করে ১৭৮ রান করে তারা। জবাবে ১৫০ রানে থামে খুলনা। রায়ান বার্ল ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে হয়েছেন ম্যাচ সেরা। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে বল হাতে ২টি উইকেট জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা দারুণ হলেও পাওয়ার প্লের পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ওপেনিংয়ে মোহাম্মদ হারিস ও জিসান আলমের গড়ে তোলা শক্তিশালী জুটি ভাঙেন নাসুম আহমেদ। ২৭ রান করা হারিস সুইপ করতে গিয়ে বোল্ড হন। এরপর একে একে অধিনায়ক এনামুল হক বিজয়-এসএম মেহেরবও ফেরেন।
তবে ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ল দলের জন্য একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তাদের ৮৮ রানের জুটিতে লড়াই করার মতো স্কোর গড়ে রাজশাহী। ইয়াসির ৪১ রান করে আউট হলেও বার্ল ৪৮ রানে অপরাজিত থেকে যান। শেষদিকে আকবর আলীর ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস দলকে ১৭৮ রানে পৌঁছাতে সাহায্য করে। খুলনার হয়ে নাসুম দুটি এবং মিরাজ, আবু হায়দার ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। প্রথম ওভারেই খুলনার উদ্বোধনী জুটি ভাঙেন জিসান আলম। উইলিয়াম বস্তিতো ফিরে যান ৬ রান করে। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজকে চেপে ধরে রাজশাহীর বোলিং অ্যাটাক। তাসকিনের বলে মিরাজ ৭ বলে ১ রান করে আউট হওয়ার পর চাপে পড়া নাঈমও টি-টোয়েন্টিসুলভ খেলতে পারেননি, আউট হন ২৮ বলে ২৪ রানে। তার উইকেট নেন সোহাগ গাজী।
সোহাগ ফেরান ৩৩ রান করা আফিফ হোসেনকেও। মাহিদুল ইসলাম ১১ বলে করেন ১৮। এরপর ইমরুল কায়েসের ৬ বলে ১৭ রানের ছোটখাটো একটা ঝড়। মৃত্যুাঞ্জয়ের ওভারে সীমানায় ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। আবু হায়দার বার্লের ওভারে ক্যাচ দেন হারিসকে। নেওয়াজ ৫ বলে করেন ৯ রান। এরপর খুলনার টেলএন্ডাররা জয়ের কাছাকাছি যেতে পারেননি। যদিও নাসুম ১৫ বরে ১৮ রান করে চেষ্টা করেছিলেন। ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০