নিজস্ব প্রতিবেদক:: দুর্বার রাজশাহীর মালিক শফিককে রক্ষা করলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় বেকায়দায় রাজশাহী। ক্রিকেটারদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। হোটেল বিল দিতে না পারায় হোটেলে মালিককে জিম্মি থাকতে হয়েছে।
বিদেশী ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন, দেশী ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছেন। বারবার চেক দিয়েও ক্রিকেটারদের সঙ্গে তামাশা করেছেন রাজশাহীর মালিক শফিক। এমনিতে ক্রিকেটারদের পারিশ্রমিক, ডিএ, টি/এ দিতে পারছিলেন না। হোটেল বিলও থেকে যাচ্ছে বাকী। তার ওপর ক্রিকেটাররা শেষ দিকে দুর্দান্ত করে দলকে প্লে-অফের দৌড়ে তুলেন।
২৭ জানুয়ারি রাজশাহী নিজেদের শেষ ম্যাচ খেলে ফেললেও নিজেদের কার্যক্রম শেষ করতে পারেনি দলটি। তাদেরকে আজ শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কেননা খুলনা আজ ঢাকার কাছে হারলে রাজশাহীকে প্লে-অফ খেলতে হতো। তাই খেলা না থাকলেও ক্রিকেটারদের টিম হোটেলে রাখতে হয়েছিলো রাজশাহীকে। দেশি ক্রিকেটারদের হোটেল ছেড়ে এই কয়দিন নিজেদের বাসা-বাড়িতে পাঠানোর চেষ্টাও করেছিলো ফ্র্যাঞ্চাইজিটি।
আজ খুলনা হেরে গেলে রাজশাহী প্লে-অফ খেলতে হতো। দলটির খরচ আরো বাড়তো। তবে খুলনার অধিনায়ক মিরাজ রাজশাহীকে বাঁচিয়ে দিয়েছেন। ব্যাট হাতে তিনি একাই ঢাকাকে হারিয়ে দিয়েছেন। নিশ্চিত করেছেন তার দলের প্লে-অফ। রাজশাহীকে তাই বাড়ীর পথ ধরতে হয়েছে। খরচ বেঁচে গেছে মালিকেরও।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা ক্যাপিটাল তানজীদ তামিমের হাফ সেঞ্চুরিতে ১২৩ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে চার উইকেটে ১২৮ রান তুলে প্লে-অফ নিশ্চিত করেছে।
টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে। ধীর লয়ে ব্যাট করতে থাকে দলটি। ব্যাট হাতে ওপেনার তানজীদ তামিম একা লড়াই করেন। ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে চতুর্থ উইকেটে দলীয় ৮২ রানে তিনি সাজঘরে ফেরেন। তার আগে সাতটি ছ্ক্কা ও একটি চারে ৩৭ বলে ৫৮ রানের মারমুখী এক ইনিংস খেলেন।
হাফ সেঞ্চুরিয়ান তানজীদ তামিমের বিদায়ের পর ঢাকা আর বেশিদূর যেতে পারেনি। ৯ উইকেটে ১২৩ রানে থামে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন সাব্বির রহমান। ১৭ বলের ইনিংসে দু’টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১১ বলে ১৩ রান করেছেন মেহদী হাসান রানা।
খুলনার হয়ে হাসান মাহমদু ও উইলিয়াম দু’টি করে উইকেট লাভ করেন।
১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনা হেসে খেলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলে। ব্যাট হাতে দুর্দান্ত করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংস উদ্বোধন করতে নেমে দলকে প্লে-অফে তুলেই মাঠ ছেড়েছে অপরাজিত থেকে। ৫৫ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলকে একাই জিতিয়ে দিয়েছেন তিনি। চার ছক্কা ও পাঁচ চারে সাজানো ছিলো তার ইনিংসটি। তিন বাউন্ডারিতে ১৯ বলে ২২ রান করেছেন অ্যালেক্স রস। ২০ বলে ১৮ রান করেছেন উইলিয়াম।
ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০