স্পোর্টস ডেস্ক:: সফরকারী ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ১৫২ রান তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। জয়ের জন্য ভারতকে করতে হবে ১৫৩ রান।
হারারেতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা, মাধভেরেদের ব্যাটে চড়ে ৭ উইকেটে ১৫২ রান তুলতে সমর্থ হয়। তিন ছক্কা ও দুই চারে ২৮ বলে ৪৬ রান করেছেন রাজা। তিন চারে ৩১ বলে ৩২ রানর করেছেন মারমুমিনা। এছাড়াও ওয়েসলে মাধভেরে করেছেন ২৫ রান। ২৪ বলের ইনিংসে তিনি চার হাঁকিয়েছেন চারটি।১২ রান করেছেন দিয়ন মায়ার্স।
ভারতের হয়ে খালেদ সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post