স্পোর্টস ডেস্ক:: বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমদ নির্বাচক থাকাকালেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিরোধ। তাতে হাথুরুসিংহের পক্ষে থাকেন সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ফলে পদত্যাগ করে বোর্ড ছেড়ে ছিলেন ফারুক আহমদ।
বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েই ফারুক জানিয়েছেন, হাথুরুসিংহের ব্যাপারে তার আগেই মনোভাবই আছে। এই কোচ জাতীয় দলের দায়িত্বে থাকবেন নাকি চাকরি থেকে ছাঁটাই হবে সেটি নিধারণ করবেন সবার সাথে আলোচনা করে।
এরই মধ্যে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েন হাথুরুসিংহের শিষ্যরা। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়ে সিরিজও জিতেন। দলের সঙ্গে ঢাকায় ফিরেন কোচ হাথুরুও। তবে ঢাকায় ফিরেই আবার চলে যাচ্ছেন তিনি। আজ রাতের বিমানে চড়েই অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যাবেন কোচ।
অপর দিকে বাংলাদেশ দল ১৫ সেপ্টেম্বরই ভারত সফরে যাবে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টাইগারদের ক্যাম্পে। সেই ক্যাম্পে হাথুরু থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় বসেই চাকরিচ্যুতির মেইল পাবেন সেটিই এখন আলোচনার বিষয়।
ফারুক আহমদ কোচের দায়িত্বে হাথুরুসিংহেকে রাখবেন নাকি ভারত সফরের আগেই ইতি টানবেন এ নিয়েই যতো জল্পনা-কল্পনা। তবে জানা গেছে, আপাতত কোচ ছাঁটাইয়ে যাবেন না নতুন সভাপতি। ভারত সফরের পর হয়তো সিদ্ধান্ত আসতে পারে। তবে ভারত সফরের হাথুরুসিংহেই থাকছেন কোচের দায়িত্বে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০