স্পোর্টস ডেস্কঃ অপেক্ষার অবসান ফুরিয়ে রাতে মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের ফাইনাল। রোববার দিবাগত রাত তুরষ্কের রাজধানি ইস্তাম্বুলে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হবে ২০২২-২৩ মৌসুমের ফাইনাল। আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে রাত ১টায় ফাইনালের মহারণে মুখোমুখি লড়বে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।
এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এর আগে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সিটি ও মিলান। ২০১১ সালে সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল ম্যান সিটি। এর আগের বছর ২০১০ সালে প্রথম দেখায় ৩-৩ গোলে ড্র হয়েছিল ম্যাচ।
ইউরোপীয় কোনো ফাইনালে এর আগে দুই বার খেলেছে ম্যান সিটি। ১৯৭০ সালে কাপ উইনার্স কাপে ২-১ গোলে হারায় পোল্যান্ডের দল গুর্নিগ জাবজেকে। আর সবশেষ ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হারে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় সিটিজেনদের।
তবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খরা এবার কাটাতে যায় ম্যান সিটি। পেপ গার্দিওলার দল দুর্দান্ত ফর্মে রয়েছে। দাপটের সঙ্গে ঘরোয়া লিগ ও ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে পারফর্ম করে ফাইনালে এসেছে। এবার সম্পূর্ণ নতুন এক ম্যাচে নতুন ইতিহাস লিখতে চায় প্রিমিয়ার লিগের দলটি। চ্যাম্পিয়ন্স লিগে জিতলে প্রথমবার ট্রেবল জেতার কীর্তিও গড়বে ম্যান সিটি।
অপরদিকে ইন্টার মিলানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইন্টার মিলানের এটি ১১তম ইউরোপিয়ান ফাইনাল। যা কিনা কোনো ইতালিয়ান ক্লাব হিসেবে তৃতীয় সর্বোচ্চ। ২০১০ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ইন্টার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেবার ২-০ গোলে জিতে ইন্টার। ঐতিহ্যবাহী ক্লাবটি তৃতীয়বারের মতো শিরোপা জিতে। এরপর থেকে শিরোপা অধরা ইউরোপ সেরার আসরে।
এদিকে সবশেষ ২০২০ সালে ইউরোপিয়ান লিগে ফাইনাল খেলেছিল ইন্টার মিলান। তবে সেভিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল। তবে ঘুরে দাঁড়ানোর মন্ত্র নিয়ে খেলা ইন্টার মিলান শিরোপা জিততে মরিয়া। এক রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় সিমোনে ইনজাগির অধীনস্থ ইতালিয়ান ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post