নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দেশের ক্রিকেট পাড়া আবারও সরব হয়ে উঠেছে। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ২৬ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু হয়। যদিও অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন না ‘এ’ দলের সিরিজ থাকায়।
ক্রিকেটারদের মতো জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও উপস্থিত ছিলেন না ক্যাম্পের শুরুতে। তবে ছুটি কাটিয়ে ফিরছেন তিনি। আজ শনিবার রাতেই ঢাকায় পা রাখার কথা হাথুরুর। শাহজালাল বিমানবন্দরে রাত ১০টায় অবতরণ করার কথা।
এর আগে ২৯ মে সহকারী কোচ নিক পোথাসের অধীনে ক্যাম্প শুরু হয়। তবে তীব্র তাপদাহের কারণে ২ ও ৩ জুন, যথাক্রমে শুক্রবার ও শনিবার ছুটি দেওয়া হয়ে ক্রিকেটারদের। যদিও এর নির্দেশে ছিলেন প্রধান কোচ হাথুরুসিংহেই। অস্ট্রেলিয়াতে থেকেই অনুশীলনের ছক তৈরি করে দেন তিনি।
এবার তার সরাসরি উপস্থিতিতেই কাল ৪ জুন, রোববার থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে ফের শুরু হবে ক্যাম্প। ফিরছেন ‘এ’ দলে থাকা ক্রিকেটাররা। এছাড়া সব কোচই উপস্থিত আছেন। তবে নেই দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনীবাস চন্দ্রশেখর। বিসিবির সাথে চুক্তি অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) কাজ করতে ছুটি নিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে ফিরছেন আবারও।
আফগানিস্তানের বিপক্ষে শুরুতে টেস্ট এরপর বিরতি দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানরা। ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। লাল বলের ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়ে যাবে রশিদ খানরা। এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে তারা আবার আসবে ঢাকায়।
সূচি অনুযায়ী ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে এসে ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post