নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। টাইগারদের প্রতিপক্ষ এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ‘ডি’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটির বিপক্ষে ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই আছেন শান্ত-সাকিবরা। কারণ, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে টাইগার শিবিরে ফিরেছে স্বস্তি।
এই ম্যাচে কেমন একাদশ হবে, সেই রয়েছে জল্পনা-কল্পনা। খুব বেশি পরিবর্তন আসছে না একাদশে, নিশ্চিতভাবেই বলা যায় সেটা। তবে একটা জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম। চোটে থাকা এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগের দিন অনুশীলন করেছেন জোরেশোরে। অনেকটা স্বস্তিই দেখা গেছে তাকে নিয়ে। তাই একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
যদি শরিফুল একাদশে ফেরেন, তাহলে বাদ পড়তে হতে পারে তানজিম হাসান সাকিবকে। প্রথম ম্যাচে ভালো বল করলেও, জায়গা ছেড়ে দিতে হতে পারে এই তরুণ ক্রিকেটারকে। এদিকে শূন্য রানে প্রথম ম্যাচে আউট হওয়া সৌম্য সরকার এই ম্যাচেও টিকে যেতে পারেন একাদশে। তাকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই খুব একটা। শেখ মেহেদী ফর্মে থাকলেও, কম্বিনেশনের কারণে এই ম্যাচে না দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম/তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post