স্পোর্টস ডেস্ক:: সান্তিয়াগো বার্নাব্যুতে কি ইতিহাস বদলাতে পারবে বায়ার্ন মিউনিখ। দুইযুগ ধরে বার্নাব্যুতে যে রিয়ালকে হারাতে পারেনি বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে হলে আজ যে হারাতেই হবে? দুই যুগের ইতিহাসে বদলানোর জন্য মুখিয়ে বায়ার্নও।
২০০০ সালের পর থেকে বার্নাব্যুতে কখনো জিততে পারেনি বায়ার্ন। সঙ্গে আছে আরো এক তীক্ততা। সবশষে ৮ দেখায় রিয়ালের সঙ্গে একটি ম্যাচও জিততে পারেনি দলটি। উল্টো হেরে আছে ছয়টি ম্যাচ। বার্নাব্যুতে তাই ধ্রুপদী লড়াইয়ের অপেক্ষা সমর্থকদেরও।
চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে ২-২ গোলের সমতা নিয়ে রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। সমীকরণ বলছে দুই দলই সমান। যে দল জিততে তারাই চলে যাবে স্বপ্নের ফাইনালে। ইউরোপের সফল দু’টি ক্লাবের মুগ্ধকর লড়াই যে অপেক্ষা করছে সেটি বলার অপেক্ষা রাখে না।
বায়ার্ন কেবল বার্নাব্যুতে ইতিহাসে বদলাতে পারলেই হবে। লিখা হবে নতুন ইতিহাস। রিয়ালের মাঠে খেলতে নামা মানেই বায়ার্নের ম্যাচ হারা। দুই যুগের এই চিত্রকি হবে আজ পাল্টাবে? আর মাত্র কয়েক ঘন্টা পরেই মিলবে এই প্রশ্নের উত্তর।
সান্তিয়াগো বার্নাব্যু ছাড়া দুই দলের লড়াইটা সমানে সমান। দুই দশকে ২৭ বারের দেখায় জয়ের পাল্লা দু’দলেইর প্রায় সমান। ১২ ম্যাচ জিতেছে রিয়াল, বায়ার্নের জয় ১১ ম্যাচ। তবে বার্নাব্যু মানেই বায়ার্নের নিশ্চিত মৃত্যু, হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়া। এবার চিত্রটা পাল্টাতে চান টমাস তুখেলের শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post