নিজস্ব প্রতিবেদক:: প্রায় সবগুলো দেশই বিশ্বকাপের দল ঘোষণা করে ফেললেও বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। অবশেষে আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণার সময় জানানো হয়েছে। আগামিকাল মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হবে বাংলাদেশ দল।
আজকের মধ্যেই দল ঘোষণা করা হয়ে যেতো। তবে তাসকিন আহমদের জন্য অপেক্ষায় থাকায় দল ঘোষণা করছে না বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থট টি-২০ ম্যাচে পেসার তাসকিন ডান পাজরে চোট পান। তার এমআরআই করানো হয়েছে।
এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি। আজকের মধ্যেই এমআরআই রিপোর্ট আসবে। এরপর দেশি-বিদেশী বিশেজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে রাতেই সিদ্ধান্ত জানাবেন বিসিবির চিকিৎসকরা। তাসকিন বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারবেন কিনা, ফুল রানআপে বোলিং করতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা।
স্পেশালিস্ট চিকিৎসকরা যদি জানান, বিশ্বকাপের আগে তাসকিন সুস্থ হয়ে উঠবেন, পূর্ণ স্পিডে বল করতে পারবেন তবে তাকে নিয়েই আগামিকাল দল ঘোষণা করা হবে। আর যদি চিকিৎসকরা বলেন, এই পেস তারকার সুস্থ হতে সময় লাগবে তবে তাকে ছাড়াই দল দেওয়া হবে।
চোটের জন্য তাসকিন বিশ্বকাপ করলে তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন সাইফুদ্দিন বা তানজীম সাকিবদের একজন। আবার দু’জনকেই স্ট্যান্ডবাই তালিকায় রেখে দলের সঙ্গে নেওয়া হতে পারে।
বিসিবি মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম আগামিকাল দুপুরে দল ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ১২টা মিরপুরের হোম অব ক্রিকেটে দল ঘোষণা করবেন নির্বাচকেরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post