স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদে ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ১টায়। দুই দলই টেবিলের শীর্ষস্থানীয় হয়ে শিরোপা রেসে থাকায় ম্যাচটিতে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।
বর্তমানে ৩২ ম্যাচে ২৩ জয়, ৬ ড্র এবং ৩ হারে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। অপরদিকে দুই ম্যাচ কম খেলে ৩০ ম্যাচে ২২ জয়, ৪ ড্র এবং ৪ হারে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যান সিটি। দুই দল শিরোপার জন্য বেশ ভালো লড়াইয়েই আছে।
ধারণা করা হচ্ছে এবারের মৌসুমে ইংলিশ লিগ শিরোপা কারা জিতবে, সেটির রাস্তা পরিষ্কার হয়ে যেতে পারে এই ম্যাচেই। সেক্ষেত্রে খানিকটা ঝুঁকিতে আছে আর্সেনাল। মাইকেল আতের্তার শিষ্যরা ছন্দে না থাকলে ১৯ বছর পর লিগ শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে। যদিও ম্যাচে জানপ্রাণ দিয়ে লড়বে দলটি, সেই আভাসই মিলছে।
সিটির সম্ভাবনা খানিকটা উজ্জ্বল সেই তুলনায়। কেননা দলটি দুই ম্যাচ কম খেলেছে। তার ওপর দারুণ ছন্দে আছে। অতীত রেকর্ডও তাদের পক্ষে কথা বলছে। সবশেষ সাত বারের দেখায় সিটিজেনদের একবারও হারাতে পারেনি গানাররা। তার ওপর খেলা আবার সিটির ঘরের মাঠে। সবদিক থেকেই পেপ গার্দিওলার শিষ্যরা তাই খানিকটা এগিয়েই আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post