স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপার দৌড়ে ভালোই এগোচ্ছে বার্সেলোনা। সমান ম্যাচে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে জাভি হার্নান্দেজের দল। গতরাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে কাতালানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেছেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
সান মেমেসে লড়াই-পাল্টা লড়াইয়ে ম্যাচ জমিয়ে তোলে বিলবাও-বার্সা। তবে ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। বিলবাওয়ের সামনে শক্ত দেয়াল হয়ে দাঁড়ান এই জার্মান গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় বার্সেলোনা।
সার্জিও বুসকেতস ডি-বক্সের ডান দিকে ফাঁকায় খুঁজে নেন রাফিনহাকে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলটির উৎস ছিলেন রাফিনহা নিজেই। এবারের লিগে এটি তার ষষ্ঠ গোল। এরপর বার্সেলোনাকে চেপে ধরে বিলবাও। ৭২তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে ইনাকি উইলিয়ামসের শটে বল টের স্টেগেনের হাত ছুঁয়ে পোস্টে লাগে।
পাঁচ মাস আগে গত অক্টোবরে এবারের লা লিগায় প্রথম দেখায় বিলবাওকে ৪–০ গোলে হারায় বার্সেলোনা। সেই ম্যাচটি ছিল বার্সার ঘরের মাঠে। এবার বিলবাওয়ের মাঠে আতিথ্য নিতে এসে গোল হজম করতে করতে করা হয় নি জাভির দলের। যোগ করা সময়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার গোললাইন থেকে বল ক্লিয়ার করে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post