স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হুট করেই আলোচনায় এসেছিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী এই ক্রিকেটার মূলত আইপিএলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। টুর্নামেন্টের মাঝপথে দলে যোগ দিয়ে নিজের ব্যাটিং তাণ্ডবের জানান দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ইনিংসে ব্যাট করে ২৩৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৩০ রান। রয়েছে একাধিকবার ১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড।
আইপিএল দিয়ে আলোচনায় আসলেও, নিজের জাত আগেই চিনিয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ টুর্নামেন্ট মার্শ কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন। পরবর্তীতে বিগ ব্যাশেও প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেন। আর সবশেষ আইপিএলে নিজের ঝলক দেখিয়ে তো আলোচনার তুঙ্গে চলে আসেন।
তবে ফ্রেজার-ম্যাকগার্কের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হওয়া নিয়ে সংশয় ছিল। কারণ, ইতিমধ্যেই তারকায় ভরপুর অস্ট্রেলিয়া দল। শেষ পর্যন্ত সত্যিও হলো, বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তবে বাস্তবনা মেনে নিয়েছেন এই ক্রিকেটার। একইসাথে জানিয়েছেন, যদি মূল দলের হয়ে যেতে নাও পারেন, যেন রিজার্ভ ক্রিকেটার হয়ে যাওয়ার সুযোগ হয়। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে এবার।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের রিজার্ভ ক্রিকেটার হয়ে মার্কিন মুল্লুক আর ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছেন ফ্রেজার-ম্যাকগার্ক। শুধুমাত্র তিনিই নয়, অস্ট্রেলিয়ার রিজার্ভ ক্রিকেটার হিসেবে আরও বিশ্বকাপে যাচ্ছেন ম্যাট শর্ট। এই দুজনকে ট্রাভেল রিজার্ভ হিসেবে রাখা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূল দলের কেউ চোট বা ইনজুরিতে পড়লে, তাদের থেকে অন্তর্ভুক্ত করা হবে সেখানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post