স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা পাওয়া নিয়ে কত জলঘোলা হয়েছে। তাঁকে দলে অন্তর্ভূক্তির জন্য এরপর আন্দোলনও করেছেন সমর্থকরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে রিয়াদ বুঝিয়ে দিয়েছেন– তিনি ফুরিয়ে যাননি।
বিশ্বকাপেও ম্যাচের শেষদিকে নেমে মাহমুদউল্লাহ যথাক্রমে দুই ইনিংসে করেছেন অপরাজিত ৪১ ও ৪৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপর্যয়ে পড়া বাংলাদেশের হয়ে তিনি চলতি বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি করেছেন। তাতে মান বেঁচেছে টাইগারদের। অল্পতে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া টাইগারদের হারের ব্যবধান কমেছে।
অনেক অপেক্ষার পর পাওয়া এই সেঞ্চুরিটি রিয়াদ উৎসর্গ করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উৎসর্গ করার আসলে…অবশ্যই আমার পরিবার। বিশেষ করে শেষ তিন মাসে যারা আমাকে সাপোর্ট করেছেন। যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের জন্য।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছেন রিয়াদ। অথচ তার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল বড় সংশয়! নানা জল্পনা কল্পনার পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই অলরাউন্ডার। এরপর ডাক পান বিশ্বকাপ দলে। আর সুযোগ পেয়েই সেটির ষোলোকলা কাজে লাগালেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এই বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন রিয়াদ। এরপর হোম ও অ্যাওয়েতে আয়ারল্যান্ড সিরিজে, আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপে কোথাও সুযোগ পাননি তিনি। কঠিন এই সময়ে তিনি নিজেকে প্রস্তুত রাখেন। কাজ করেছেন নিজের ফিটনেস নিয়ে। দলে সুযোগ পাওয়ার পর দারুণ ব্যাট করেছেন। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির ইনিংসটি রিয়াদ সাজান ১১টি চার ও চারটি ছক্কার মারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post