স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৪ মিনিটে দেখা মিলেছে অবিশ্বাস্য এক ঝড়ের। যার রেশ ছিল ম্যাচের শেষ পর্যন্ত। হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন জাদুতে সমতায় ফেরার পর সিটিকে দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল। এরপর ঝিমিয়ে পড়া বার্নাব্যুকে মাতিয়ে তোলেন ফেদে ভালভের্দে। ৩-৩ গোলে সমতায় ফেরে রিয়াল। শেষ পর্যন্ত এ ফলেই শেষ হয়েছে ম্যাচটি।
বার্নাব্যু থেকে ৩-৩ সমতা নিয়ে ফেরাটাকে দারুণ ফল মনে করেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে, আনন্দময় ম্যাচ। আমরা বার্নাব্যুতে ৩টা গোল করেছি। এটা দারুণ ব্যাপার। আমাদের জন্য ভালো ফল, অবশ্যই। রিয়াল মাদ্রিদ দলটা নিয়ে আমি খুব উচ্চ ধারণা পোষণ করি। ওদের সঙ্গে এটা করা (৩-৩ ড্র করে ফিরে যাওয়া) সহজ কথা নয়।’
৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও কেন ম্যাচটা জিততে পারল না সিটি? এই প্রশ্ন শুনে গার্দিওলা মনে করিয়ে দিলেন, প্রতিপক্ষ দলটার নাম কিন্তু রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই কোচ বলেন, ‘খেলাটা মাদ্রিদে হচ্ছে। অন্য কোথাও হলে ৩-২ মানে শেষ, কিন্তু এখানে কখনোই শেষ নয়। সুতরাং ৩-৩ ড্র খারাপ নয়। মনে রাখবেন, দলটার নাম রিয়াল মাদ্রিদ। আপনি তো ইংল্যান্ড থেকে এসেছেন (প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে), তাই জানেন না বার্নাব্যু কী!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post