স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ে আনচেলত্তির অধ্যায়ও শেষ হচ্ছে। দীর্ঘ দিন কার্লো আনচেলত্তিকে কোচ নিয়োগের চেষ্টায় ব্রাজিল। এবার হয়তো তারা সফল হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আনচেলত্তির বিদায়ের পর থেকেই গুঞ্জন এবার তার রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হতে চলেছে। আনচেলত্তি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদ ফিরেন। এরপর থেকেই ক্রমাগত সাফল্য পেয়ে গেছেন তিনি। জিতেছেন ১১টি ট্রফি। ২টি লা লিগা, ২টি চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ রয়েছেও দ্বিতীয় মেয়াদে।
আন্তর্জাতিক একটি গণমাধ্যম জানিয়েছে, কার্লো আনচেলত্তি নিজ থেকেই রিয়াল অধ্যায় শেষ করতে চাইছেন। ক্লাবটির কোচের দায়িত্ব পালনে অনীহা তার। কোপা দেলরের ফাইনাল শেষেই রিয়াল মাদ্রিদকে গুডবাই বলবেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘স্কাই নিউজে’ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামি ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য কোপা দেল রের ফাইনাল শেষে আনচেলত্তি রিয়াল ছেড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হারের পর আনচেলত্তি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ৬৫ বছর বয়সী আনচেলত্তি বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। আগামী ১১ মে বার্সেলোনার মাঠে ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচে আনচেলত্তির ডাগ আউটে থাকবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।
ক্লাবই তাকে সরিয়ে দিতে পারে। আর্সেনালের কাছে হারের পর আনচেলত্তি নিজেই এমন শঙ্কার কথা জানিয়ে বলেন, ‘‘হয়তো ক্লাব আমায় সরিয়ে দেবে; সেটা এ বছরও হতে পারে, আবার পরের বছর যখন আমার চুক্তি শেষ হবে তখনও হতে পারে। কিন্তু আমি যখনই বিদায় নেব, ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব। সেটা আগামীকালও হতে পারে, ১০ দিন পর, এক মাস পর বা এক বছর পর। আমি এসব নিয়ে বেশি চিন্তিত নই।’’
তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা অনেক সময় আলোর দিক দেখেছি। শিরোপাও জিতেছি। তবে এখন অন্ধকার দিকটাও মেনে নিতে হবে। কারণ, দুই ম্যাচ মিলিয়ে আর্সেনাল আমাদের চেয়ে ভালো খেলেছে।’’
ব্রাজিল জাতীয় দল আনচেলত্তিকে তাদের পরবর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায়। জুন মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ রয়েছে। আর মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। সেই থেকে দলটি কোচহীন অবস্থায় আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০