স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আরেকবার পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। চোখধাঁধানো আক্রমণভাগ নিয়েও গত রাতে তারা জিততে পারল না লাস পালমাসের মাঠে। তিন ম্যাচ খেলেও লিগে এখন পর্যন্ত গোলের দেখা পান নি পিএসজি থেকে এই মৌসুমে রিয়ালে আসা কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার রাতে শুরুতে হজম করা গোল পেনাল্টি থেকে শোধ দেয় কার্লো আনচেলত্তির দল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল রিয়াল। এর আগে মায়োর্কার সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা। এই তিন ম্যাচে শুরু থেকে খেলেও কোনো গোল করতে পারেন নি এমবাপে। গত রাতে পালমাসের বিপক্ষে রিয়ালের হার এড়ানো ম্যাচে পেনাল্টি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমের লা লিগায় এই ব্রাজিলিয়ানের প্রথম গোল এটি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘প্রথমার্ধ ভালো ছিল না। গোল বের করা কঠিন ছিল। আমাদের টিকে থাকতে হয়েছে, ভুগতেও হয়েছে খানিকটা…মায়োর্কার বিপক্ষে (ড্র) যা যা ঘটেছে, সেখান থেকে আমি দলে উন্নতি দেখিনি। আমাদের দ্রুত উন্নতি করতে হবে এবং সেটা আমরা পারব।’ এদিকে পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারীরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাব বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পালমাস। আগামী রোববার লা লিগায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে আনচেলত্তির দল। এর আগে শনিবার শীর্ষে থাকা বার্সার ম্যাচ রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০