স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিনস লিগের চলতি মৌসুমে শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাঁসা এই ম্যাচে উত্তাপ ছিল প্রতিটি মুহূর্তে। দুই অর্ধেই দেখা মিলল তিনটি করে গোল, কখনও রিয়াল কখনও সিটি এগিয়ে গেল; অপেক্ষা এবার ফিরতি লেগের লড়াইয়ের।
ম্যাচের শুরুর একাদশেই চমক রেখেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। কেভিন ডি ব্রুইনাকে ছাড়াই নামিয়েছেন একাদশ। কোচের সেই সিদ্ধান্তের প্রতিদানও দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দারুণ ফুটবল উপহার দিয়েছে পুরোটা সময়। তবে প্রতিপক্ষ যখন রিয়াল, তখন কোনো লিডই নিশ্চিত না। তাই হয়েছে শেষ পর্যন্ত। বার্নাব্যুতে সিটির পরিবেশ কঠিন করতে আগেই উয়েফার অনুমতি নিয়ে ছাদ বন্ধ করে রেখেছিল রিয়াল। উদ্দেশ্য ছিল স্টেডিয়ামের গর্জন যতসম্ভব বড় করে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করা। কিন্তু ম্যাচ শুরুর পরপরই ম্যানসিটিই উলটো চাপে ফেলে দেয় স্বাগতিকদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফাউল করে বসেন রিয়ালের ফ্রেঞ্চ তারকা চুয়ামেনি। বিপদ শুরু সেখানেই।
ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেই বাজিমাত করেন বের্নার্দো সিলভা। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ে বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়ান এ পর্তুগিজ মিডফিল্ডার। বার্নাব্যুকে স্তব্ধ করে শুরু করা ম্যাচে ৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করতে পারত সিটি। যদিও কাছাকাছি গিয়ে সামান্যের জন্য গোল পাওয়া হয়নি আর্লিং হালান্ড- ফিল ফোডেনদের। উল্টো দ্বাদশ মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন কামাভিঙ্গা, বল সামনে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের গায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
খানিক পরই ভিনিসিউসের দারুণ পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। শট নিতে অবশ্য সামান্য দেরি করেন তিনি। শটে তেমন গতিও ছিল না; কিন্তু বল শুরুতে এক ডিফেন্ডারের পা ছুঁয়ে গোলরক্ষকের প্রসারিত পায়ে লেগে গড়াতে গড়াতে চলে যায় গোললাইন পেরিয়ে। এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে দু’দলের আক্রমণের ধারা অব্যাহত থাকলেও আর গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে আরো জমে ওঠে লড়াই। ৬৫তম মিনিটে মাদ্রিদের ডি বক্সের বাইরে থেকে ফোডেনের দূরপাল্লার শটে সমতা আনে সিটি।
এরপর ম্যাচের গতি কমিয়ে মাঠে নিজেদের আধিপত্য বাড়িয়ে নিয়ে ৭০ মিনিটে লিড নেয় সিটি। এ সময় সিটি তারকা জোকো ভারদিয়োলের গোলার মতো শট দ্বিতীয় বারের কোন ঘেষে আছড়ে পড়ে রিয়ালের জালে। ৩-২ এ এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা। খেলার ৭৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল। এ সময় বাম প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে সিটির রক্ষণে হানা দেন ভিনি। শেষ মুহূর্তে বাম প্রান্ত থেকে তাঁর করা ক্রসে ডান পায়ের দুর্দান্ত সাইড ভলিতে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ফেদরিকো ভালভার্দে। আগামী বুধবার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে ফিরতি লেগ।
Discussion about this post