নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কম পুঁজি নিয়েও গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩ রানে হারিয়ে দিয়েছে দলটি। শাইনপুকুরের হয়ে বল হাতে দারুণ ছিলেন রিশাদ হোসেন, আরাফাত সানীরা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে রিশাদ হয়েছেন ম্যাচ সেরা।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪.৫ ওভারে মাত্র ১৩৮ রানে গুঁটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। ইনিংসের শুরুটা আক্রমণাত্বক করলেও, ২১ রানে প্রথম উইকেট হারায় দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত তাই দেড়শ পার করতে পারেনি শাইনপুকুরের ইনিংস। সর্বোচ্চ ৫১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। রিশাদ হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন ১ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আব্দুল গাফফার সাকলাইন ও হুসনে হাবিব ৩টি করে উইকেট শিকার করেন।
১৩৯ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল গাজী গ্রুপ। একটা পর্যায়ে ২ উইকেটে ছিল ৮২ রান। তবে সেখান থেকে হুট করে চরম বিপর্যয় শুরু হয় দলটির। শেষ পর্যন্ত লক্ষ্যেই পৌঁছাতে পারেনি। ২৭.৪ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৯ বলে ৪টি করে চার ও ছক্কার মারে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন হাবিবুর রহমান। অধিনায়ক মেহেদী মারুফ ২৩ ও শেখ পারভেজ জীবন করেন ২২ রান।
শাইনপুকুরের হয়ে ৩১ রানে ৪ উইকেট একাই নেন রিশাদ। আরাফাত সানী লাভ করেন ৩টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post